হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
হায়রে নিয়তি কি মায়ায় বেধেছ তুমি এ অবুঝ শত কোটি প্রাণ। কাউকে দিয়ে কাউকে না দিয়ে কাউকে বা ভুল করে দিয়ে তা আবার দিয়ে কেড়ে নেয়ার একি উন্মাদনা তোমার!
প্রতিটা জীবন যেন এক একটা সন্ধিক্ষণের সৃষ্টি। ওই সন্ধিক্ষণের এক মুহুর্ত আগে বা পরে হলে প্রতিটি জীবনের গল্প বোধহয় অন্য রকম হতো।
কে যেন আনমনে বলে কানে কানে
শোণ! অমৃতের খোজ পাবে না এ জীবনে ।
সে স্বাদ যে কেবল মরণের মাঝে
স্বর্গের জিনিস মর্তে কি সাজে!
মর্তে বসে আমি, হায় অন্তরযামী!
স্বর্গের জিনিস খুজেছি এ ভূবনে!
Category: Bangla, Points to Ponder