জীবনের অর্থ খোঁজার প্রয়াসে ছন্দ কবিতা 'উপলব্ধি'।

আপডেট: ২৩ নভেম্বর ২০২২, ১২:৩০

উপলব্ধি

 

কৃষ্ণ কালো রাতের আঁধার,
যখন যায় না দেখা কিছুই আর।
মনে আসে ভয়! যদি না হয়, নতুন সূর্য উদয়!
যদি কোনদিন আর না কাটে আঁধার!

না যদি পোহায় রাত্রি কালো!
যদি না যাই দেখা আর কোন আলো!
তবে কি হবে!

না পাওয়ার বেদনা, রেখে কত দেনা,
সব শেষ হয়ে যাবে!
যে টুকু পেলাম সব তা হারালাম, এ ভবে!

অবশেষে জীবন সায়াহ্নে এসে,
মায়া মরিচিকা আর পড়ে না চোখে।
এত কোলাহল আকাঙ্ক্ষা অতল,
সবই চলে যায় একে একে।

অতৃপ্ত মন, না পেয়ে কাঙ্ক্ষিত ধণ,
সব আঁকা রয়ে যায় শুধু মনের পর্দায়।
মনে হয়, এ দুনিয়াই একা সবাই,
যেন কেউ নেই, চলে গেছে সবে কবে কোথায়!

তবু মন চায় একটু হাত বাড়ায়,
দেখি ছুয়ে আছে কিনা গেছে।
কিন্তু শরীর শোনে না কথা আর,
পড়ে রয় নিশ্চল নিথর।

স্বপ্ন ভেঙ্গে শেষে, বিনা কোন বেশে
ছেড়ে সব এ ধরায়,
উড়ে যায় পথিক, গন্তব্যে সঠিক,
বিনা পাখায়।

যত স্বপ্ন দেখা, সব পড়ে থাকে ফাঁকা!
গড়েছিল যা মিছে, সব তা পড়ে রল পিছে।
যেন দিনের শেষে, ছোট্ট শিশু হেসে
খেলা ফেলে গেল চলে, ঘুমোতে স্বপ্নের দেশে।