জীবনের অর্থ খোঁজার প্রয়াসে ছন্দ কবিতা 'যা চায় সবাই তা পায়'। '

আপডেট: ১২ অক্টোবর ২০২২, ১৬:৩০

যা চায় সবাই তা পায়

 

এ বিশ্ব ভুবনে নিজ নিজ জীবনে
সবাই পায় ঠিক তা,
চেতনে বা অবচেতন মনে, চেয়েছে যে যা।

বিধাতার সৃষ্টিতে সবাই সমান তাঁর দৃষ্টিতে
কেউ নয় শ্রেয়, তাঁর কাছে সমান প্রিয় সব জীবন।
তাঁর এ ভুবনে সবার জীবনে
শুখ দুঃখ শান, সমান সমান।

করিছে বাস সবার ভিতর, বিধাতা স্বয়ং।
অঢেল তাঁর ধণ, কারো চাওয়া করবে না পুরন!
তা কখনো হয়! একই স্রষ্টার সন্তান সবাই।

কেউ সুখী হয়, যে রাতে তার ভাল ঘুম হয়
শুয়ে সরকারী ফূট পাথে।
যদি না ভাঙ্গে ঘুম কোনমতে
পুলিশের লাঠির গুতায়।

কারো ভাল ঘুম আসে, এসির ঠান্ডা বাতাসে
শুয়ে সুরম্য অট্টালিকায়।
যদি না রাতে বিদ্যুৎ বিভ্রাটে
কোন গোলযোগ ঘটে যায়।

কেউ দুঃখ পায়, যদি ক্ষুধার জ্বালায় পেট কামড়ায়।
কারো দুঃখ ঘটে, ভুরি ভোজে অতি ভরা পেটে
বদ হজমের জ্বালায়।

রিকশা চালক প্যাডেল মারে, ভাবে স্বপ্ন ঘোরে
বদলাবে দিন ছেলে তার যেদিন, চালাবে অটো গাড়ী।
গাড়ীর চালক, ভাবে সব যেন চোখের পলক
ছেলে বাড়াবে মান চালিয়ে যন্ত্রযান, আকাশে দেবে পাড়ি।

অভাব ক্ষমতার, থাকতে পারে তোমার আমার
কিন্তু কোন কিছুর অভাব নেই বিধাতার।
নিশ্চিত থেকো সবে, প্রভু এ ভবে, দেয় যে যা চায়
যদি সে চাওয়া প্রকৃত হয়।

বিধাতা বোঝে ভালবাসা, নয় কোন ভাষা এ ধরার
বোঝে না কোন কথা কেবল নিশ্চুপতা ছাড়া।
এ ভুবনেই বাস তাঁর, প্রতিটি সৃষ্টিই তাঁর ঘর
বোঝে শুধু অনুভব আত্মার, আর তাতে দেয় সাড়া।

গোধূলি লগণে, হেলে পড়ে বেলা পশ্চিম গগণে,
ডুবার আগে যেন ক্ষণেক থমকে দাঁড়ায়।
ভাবে, যে যা চেয়েছে এ ভবে, সবই তার পেয়েছে সবে
পাপ পুণ্যের বিনিময়, পেয়েছে প্রতিটি জীবন এ ধরায়।

সবে জানে, অন্য কিছু না হোক পার্থিব জ্ঞানে
এটা চরম বিধান, মৃত্যু দিয়ে শেষ হবে সকল জীবন।

মৃত্যু আসে যখন তখন, জানে তা প্রতিটি জীবন।
কিন্তু কি ভাবে মরতে চায়, সে কথা কেউ ভাবে না হায়
ভাবতে সেকথা কেবলি মনে আসে অযথা ভয়!

নিশ্চিত জানা যে কথা, তবুও সে ভাবনা দেয় ব্যথা।
যদিও সবে জানে যে যা পেয়েছে জীবনে
একদিন সব তা ছিল ভাবনা মনে।

মৃত্যুকে রাখে না কেউ নিজ ভাবনায়,
তাইতো সে আসে সন্তর্পণে শেষে, নিজ সময়
নিজ নিয়মে প্রতিটি জীবনে।