Heading
আপডেট: 2024-09-11 15:09:56
সদা ভিতরে বসি, করিছে আকুতি দিবানিশি
কখন সে ছাড়া পেয়ে, ফিরবে নিজ আলয়ে।
কিন্তু সে আলয় বিধাতার! ছাড়লে এ ঘর ঢুকবে তারপর
ঢুকতে হবে এ ঘর খোয়ে, কিছূ না সাথে লয়ে।
স্বর্গের ধন, বসি ভিতরে সারাক্ষন, গুনিছে দিনক্ষণ
থাকবে না সে বাঁধা শেকলে, বেরোবে ছলে বলে।
সে যে আটকা ভিতরে, বাহিরে আসিতে না পারে
সকাল বিকেলে, কেবলি ধুকধুকিয়ে বলেঃ
চায়না আমি ওরে, থাকিতে এ কাদা মাটি ঘরে
ঘর যে আমার দ্বারের ওপারে।
দ্বারের এপারে সব ব্যয়, সবই দুঃখ দিয়ে শেষ হয়।
ওপারেতে সব আয়, ব্যয় কথা অভিধানে নাই।
দ্বারের ওপারে বসি খোদা,
জানি, ভাব তুমি আমারই কথা সদা।
সারাক্ষণ ধরি, ভিতরে বসি আমি মরি মরি,
ধুক ধুক করি, কেবলি তোমাকে স্মরি।
বাহির হলেই জানি, খুলবে তোমার বদ্ধ দুয়ার খানি
তুমি আর কভু, আটকাবে না মোরে প্রভু।
ভিতর আমার জানে, যতক্ষণ আমি থাকবো জ্ঞানে
তোমাতে আমাতে, হবে না মিলন কোনমতে
বাধা দেবে দ্বার, ঘরের তোমার।
না পারিলে জ্ঞানে, মিলবো মোরা ধ্যানে।
না ঘর আমার, না দুয়ার তোমার
ঠেকাতে পারবে না কভু, তোমার আমার মিলন প্রভু।